শেখ রাসেলে সাথে নিজের নাম যুক্ত করে প্রতিবন্দ্বী স্কুল!

0

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ট্রাস্টি বোর্ডের অনুমতি ছাড়াই বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের নামের সাথে নাম যুক্ত করে একটি প্রতিন্দ্বী বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। তথাকথিত দানবীর তরিকুল ইসলাম যৌথ নাম দিয়ে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। শুধু তাই নয়, শেখ রাসেলের ছবির সাথে নিজের একটি ছবি ব্যবহার করে প্রতিষ্ঠানের নামের একটি বিশাল ডিজিটাল ব্যানার টাঙিয়ে দিয়েছেন ওই তরিকুল।
নিয়ম রয়েছে শেখ পরিবারের কোনো সদস্যের নাম বা নামের সাথে কোনো ব্যক্তির নাম ব্যবহার করতে হলে ট্রাস্টি বোর্ডর অনুমোদন নিতে হয়। তবে, এই অনুমোদন না নিয়েই শেখ রাসেলের সাথে নিজের নাম ও ছবি জুড়ে দিয়েছেন ওই দানবীর তরিকুল ইসলাম। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কাষ্টভাঙ্গা ইউনিয়নে শেখ রাসেল ও দানবীর তরিকুল ইসলাম নামে প্রতিবন্দ্বী বিদ্যালয়টি ২০১০ সালে স্থাপিত হয়।
বর্তমানে স্কুলটিতে ৩১ জন শিক্ষক, পরিচালক ছয়জন, নিরাপত্তাকর্মী দুইজন, শিক্ষা সহকর্মী ১০ জন, পিয়ন একজন এবং অফিস সহকারী একজন। শিক্ষকদের মধ্যে ৯ জনের প্রশিক্ষণ চলছে বলে দাবি করা হচ্ছে। এসব শিক্ষক কর্মচারী নিয়োগেও মোটা অঙ্কের টাকা বানিজ্য করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। অবশ্য প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তরিকুল ইসলাম এমন অভিযোগ অস্বীকার করেছেন। শেখ রাসেলের নাম ব্যবহার করে শিক্ষক নিয়োগ, প্রতিষ্ঠান পরিচালনা এবং অবৈধ বানিজ্য করার মধ্যে দিয়ে শেখ পরিবারকে ছোট করা হচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মানুষ।
সুযোগ নিয়ে বিদ্যালয়টির পরিচিতি বাড়াতে ও এমপিও প্রাপ্তির আশায় শেখ রাসেলের নাম ব্যবহার করা হয়েছে বলে স্থানীয়রা জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম জানান, এলাকার প্রতিবন্দ্বীদের উন্নয়নে স্কুলটি প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবন্দ্বীদের জন্য নানা সুযোগ সুবিধা দিয়ে স্কুলটি চলছে। তবে শেখ রাসেলের নাম ব্যবহারের প্রশ্নে বলেন, ট্রাস্টি বোর্ডের অনুমতি নেওয়ার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, ট্রাস্টি বোর্ডের অনুমতি ছাড়া শেখ পরিবারের নাম ব্যবহারের কোনো সুযোগ নেই। নাম ব্যবহারের আগে অবশ্যই অনুমতি নিতে হবে। তবে বিষয়টি খোঁজ নেবেন বলেও জানান ইউএনও।