বাগেরহাটে রমজান মাসের খাদ্য সহায়তা পেলেন ভিক্ষুক-প্রতিবন্ধীরা

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে রমজান মাসের খাদ্য সহায়তা পেল আড়াই’শ ভিক্ষুক-প্রতিবন্ধী অসহায়রা। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের খানজাহান আলী সড়ক এলাকার ব্যবসায়ী মাসুদ হাসানের নেতৃত্বে কয়েকজন ব্যবসায়ী অসহায়দের হাতে খাদ্য সহায়তা তুলেন দেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব সরদার, কামরুজ্জামান লিটু, রাকিব হাসান,বোরহান খোন্দাকার প্রমুখ। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল,ডাল, তেল, আলু, চিনি, ছোলা, চিড়া , খেজুর , লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। রমজান মাসের খাদ্য সহায়তা পেয়ে খুশি তারা।
গত ২০২০ সালের জুলাই থেকে প্রতি বৃহস্পতিবার শহরের ভিক্ষুক, শারীরিক প্রতিবন্ধী আর ভবঘুরে অসহায়দের মাঝে খাবার বিতরণ করে আসছেন এই কয়েকজন ব্যবসায়ী। ঠিকাদার ব্যবসায়ী মাসুদ হাসান বলেন, শহর ও আশপাশের ২৫০ জন অসহায় মানুষের জন্য নিজেদের রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া রোজায় যাতে খাবারে কষ্ট না পায় তার জন্য এক মাসের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।