পাইকগাছায় একটি চিংড়ী ঘেরের দুটি বাসা দুর্বৃত্তরা পুড়িয়ে ভষ্মিভুত দিয়েছে

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় একটি চিংড়ী ঘেরের দুটি বাসা দুর্বৃত্তরা পুড়িয়ে ভষ্মিভুত করে দিয়েছে। ভেঙ্গে দিয়েছে ঘেরা বেড়া।চিংড়ী ঘেরের বিরোধ নিয়ে প্রতিপক্ষরা বুধবার সকালে এ ঘটনা ঘটেছে।এব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। উপজেলার সুরনাল ও নোয়ালতলা মৌজায় অবস্থিত ৭’শ বিঘা চিংড়ী ঘের অবস্থিত। যার মধ্যে ৮৫ বিঘা জমিতে স্থানী গফুর সরদার,কাদেররা চিংড়ী চাষ করে আসছে। কিন্তু চলতি বছর আরও ৩০/৩৫ বিঘা জমি উক্ত ঘের থেকে বের করে নেয়ার জন্য চেষ্টা করছে। যা নিয়ে চিংড়ী ঘের মালিক শেখ আনারুল ইসলাম ও স্থানীয় গফুর সরদারদের মধ্যে চলতি বছর বিরোধ চলে আসছে। দু-পক্ষ মামলা জড়িয়ে পড়েছে মকদ্দমায়। শেখ আনারুল ইসলাম জানান, এ মৌজায় ৭’শ বিঘা চিংড়ী ঘের পার্টনারশীপ নিয়ে আমি ও নির্মল মজুমদার যৌথভাবে পরিচালনা করে আসছি। তারা জোরপুর্বক কিছু জমি জবর দখল করার জন্য নানাভাবে আমাদের হয়রানি করছে। এ কারনে তারা আমার ঘেরের বাসা পুড়িয়ে দিয়েছে,ভেঙ্গে দিয়েছে বেড়া। প্রতিপক্ষ গফুর সরদার বলেন,আমাদের ফাঁসানোর জন্য নিজেদের বাসায় নিজেরা আগুন লাগিয়েছে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান বলেন,ঘটনা জেনেছি পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।