গ্রিন-ক্যারির লড়াইয়ের পর পাকিস্তানের জবাব

0

লোকসমাজ ডেস্ক॥ মিডল অর্ডারে আলো ছড়ালেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। তাদের হাফসেঞ্চুরিতে ৪০০ ছুঁই ছুঁই স্কোর গড়েছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে জবাবটা ভালোই দিচ্ছে পাকিস্তান। লাহোর টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৯০ রান করেছে স্বাগতিকরা। আজ (মঙ্গলবার) লাহোরের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৩৩.৩ ওভারে ৩৯১ রানে অলআউট হয়। এরপর ব্যাটিংয়ে নামা পাকিস্তানের শুরুটা ভালো হলেও আব্দুল্লাহ শফিক ও আজহার আলীর প্রতিরোধে শেষটা রাঙিয়ে নিয়েছে। ৩০১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবেন এই দুই ব্যাটার।
দ্বিতীয় দিনের শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং দিয়ে। দুই অপরাজিত ব্যাটার গ্রিন ও ক্যারি শুরুটা করেছিলেন দারুণ। অস্ট্রেলিয়ার রান ৩০০ হবে কিনা, আগের দিন যখন এই সংশয় জন্মেছিল, সেখানে ষষ্ঠ উইকেটে ১৩৫ রানের বড় জুটি গড়েন তারা। দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। ২২ ‍বছর বয়সী গ্রিন পাকিস্তান সফরে এই প্রথম পেলেন ফিফটির দেখা। তবে ক্যারি আগের টেস্ট যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন! করাচিতে ৯৩ রান করা এই উইকেটকিপার ব্যাটার খেলেছেন ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। নুমান আলীর বলে তিনি এলবিডব্লিউ হলে ভাঙে গ্রিনের সঙ্গে তার জুটি। ১০৫ বলের ইনিংসটি ক্যারি সাজান ৭ বাউন্ডারিতে। সঙ্গীকে হারিয়ে গ্রিনও বেশিক্ষণ টিকতে পারেননি। নাসিম শাহর বলে বোল্ড হয়ে ফেরেন। যাওয়ার আগে খেলে যান দলীয় সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস। চমৎকার ব্যাটিংয়ে ১৬৩ বলের ইনিংসে মারেন ৯ বাউন্ডারি। এরপর মিচেল স্টার্কের ১৩, প্যাট কামিন্সের ১১ ও মিচেল সোয়েপসনের ৯ রানেও ৪০০ করতে পারেনি সফরকারীরা। ৩৯১ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। বল হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন নাসিম। এই তরুণ পেসার ৫৮ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। তার মতো ৪ উইকেট শিকার শাহীন আফ্রিদিরও। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা পাকিস্তান হারায় ওপেনার ইমাম-উল-হককে। টিকে থাকা চেষ্টা করলেও ১১ রানে বিদায় নেন তিনি। যদিও দিনের বাকিটা সুন্দরভাবে শেষ করেছেন আব্দুল্লাহ (৪৫*) ও আজহার (৩০*)। পাকিস্তানের হারানো একমাত্র উইকেটটি নিয়েছেন কামিন্স।
সংক্ষিপ্ত স্কোর:
(দ্বিতীয় দিন শেষে)
অস্ট্রেলিয়া: প্রথম ইনিংসে ১৩৩.৩ ওভারে ৩৯১ (উসমান খাজা ৯১, ক্যামেরন গ্রিন ৭৯, অ্যালেক্স ক্যারি ৬৭, স্টিভেন স্মিথ ৫৯; নাসিম শাহ ৪/৫৮, শাহীন আফ্রিদি ৪/৭৯)।
পাকিস্তান: প্রথম ইনিংসে ৩৯ ওভারে ৯০/১ (আব্দুল্লাহ শফিক ৪৫*, আজহার আলী ৩০*, ইমাম-উল-হক ১১; প্যাট কামিন্স ১/২৭)।