সাংবাদিক এসএম সোহেলের মায়ের ইন্তিকাল, শোক

0

স্টাফ রিপোর্টার ॥ প্রেসক্লাব যশোরের সদস্য দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেসের যশোর জেলা প্রতিনিধি এসএম সোহেল ও যশোর নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা ফারুক হোসেনের মা মোসা. আমেনা খাতুন (৮০) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শনিবার দুপুরে শহরের মুজিব সড়কস্থ পিস হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিন বাদ মাগরিব বারান্দী মোল্লাপাড়া কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় যশোরের রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। রাতে ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক এসএম সোহেলের মায়ের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক শহরের মোল্লাপাড়া কবরস্থান মোড়স্থ মরহুমার বাসভবনে ছুটে যান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ নেতৃবৃন্দ। এসময় তারা শোকাহত পরিবারের সাথে দীর্ঘক্ষণ অবস্থান করেন এবং সান্তনা দেন।
প্রেসক্লাব যশোরের সদস্য দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেসের যশোর জেলা প্রতিনিধি এসএম সোহেল ও যশোর নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা ফারুক হোসেনের মা মোসা. আমেনা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। এক শোকবার্তায় তারা মরহুমার আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এদিকে সাংবাদিক এসএম সোহেলের মাতার মৃত্যুতে প্রেসক্লাব যশোর’র সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সাথে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। শোক জানিয়ে বিবৃতি প্রদান করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান। বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমার আত্মার শান্তি কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।