দেশে যে দুরাবস্থার সৃষ্টি হয়েছে তা থেকে পরিত্রাণের একমাত্র পথ সরকারের পদত্যাগ:অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা বিএনপির বিক্ষোভ সামবেশে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যেখানে অভাবের তাড়নায় জনগণ তাদের সন্তানদের মুখে খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছে সেখানে সরকার জনগণকে উন্নয়নের গল্প শোনাচ্ছে। মিথ্যা উন্নয়নের কথা বলে আর জনগণকে ধোকা দেওয়া যাবে না। তারা বুঝে গেছেন, লুটপাটকারীদের ভাগ্যের উন্নয়ন হলেও তাদের ভাগ্যের ন্যূনতম উন্নয়ন হয়নি। চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল শনিবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দ্রব্যমূল্য এতটাই লাগামহীন যে জনগণের সংসার চালাতে কেবল সীমাহীন কষ্ট সহ্য করতে হচ্ছে না বেঁচে থাকাটাই দূরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ জনগণের অর্থ লুটেপুটে খাচ্ছে। আর জনগণকে কিভাবে কষ্টের মধ্যে রাখা যায়, সেই কাজটি তারা করেছে দ্রব্যমূল্যের বৃদ্ধির মধ্য দিয়ে।
তিনি বলেন, এই সরকারের জনগণের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত না। রাতের অন্ধকারে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের কাছে কোন দাবি জানিয়ে লাভ নেই। দেশে যে দূরাবস্থার সৃষ্টি হয়েছে এ থেকে পরিত্রাণের একমাত্র পথই হলো সরকারের পদত্যাগ।
বিক্ষোভ সমাবেশে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-উন-নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আঞ্জুরুল হক খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম, আইয়ুব হোসেন, আনোয়ার হোসেন ইরান, রবিউল ইসলাম, কাজী আব্দুল আজিজ, আবু তালেব, মারুফ হোসেন, সেলিনা পারভিন শেলি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সদর উপজেলা সদস্য সচিব আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন প্রমুখ। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহিদ হোসেন টিটো।