রাশিয়ায় সামরিক শাসন জারির পরিকল্পনা নেই: পুতিন

0

লোকসমাজ ডেস্ক॥ রাশিয়ায় সামরিক শাসন জারির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। জাতীয় বিমান সংস্থা এরোফ্লোটে কর্মরত অ্যাটেনডেন্টদের সঙ্গে জাতীয় টিভিতে বৈঠকরত অবস্থায় দেখা যায় পুতিনকে। এ সময় তিনি বলেন, বাইরের সামরিক তৎপরতার এলাকায় আগ্রাসনের জবাবে শুধু পদক্ষেপ নেয়া হবে। কিন্তু এখন আমাদের সামনে তেমন কোনো পরিস্থিতি নেই। আশা করি, তেমন পরিস্থিতি আসবেও না। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
পুতিন তার দেশে সামরিক শাসন জারির পরিকল্পনা করছেন বলে গুজব আছে। এর জবাবে তিনি বলেন, বাইরের বড় হুমকির বিরুদ্ধে ব্যবহারের জন্য আরো বিশেষ জরুরি ব্যবস্থা আছে।
ওদিকে ইউক্রেনের আকাশসীমাকে ‘নো-ফ্লাই’ জোন ঘোষণা করবে যে দেশ, তারাই এই যুদ্ধে লিপ্ত হয়েছে বলে ধরে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পুতিন। তিনি বলেন, এ প্রেক্ষিতে যেকোনো মুভমেন্টকে আমরা ওই দেশের সঙ্গে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হিসেবে বিবেচনা করবো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ন্যাটোর প্রতি তার দেশের আকাশসীমাকে নো-ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানিয়েছেন। তবে শুক্রবার ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ ও অন্যরা এ দাবি প্রত্যাখ্যান করেছেন। তাদের এমন অবস্থানের নিন্দা জানিয়েছেন জেলেনস্কি।