অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের পাশে বিএনপি নেতা বকুল

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ খুলনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারকে নগদ আর্থিক অনুদান দিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল। খালিশপুরের মুজগুন্নিতে আগুনে ক্ষতিগ্রস্ত ওই পরিবারগুলোর মাঝে বকুলের পাঠানোর নগদ আর্থিক সহায়তা ও কম্বল বিতরণ করেন খুলনা মহানগর এবং খালিশপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক প্রবীণ বিএনপি নেতা স. ম আব্দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মাহমুদ আলী, সদস্য শেখ জাহিদুল ইসলাম, শেখ শাহিনুল ইসলাম পাখি, মুরশিদ কামাল, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী শাহনেওয়াজ নিরু, সাবেক মহিলা কাউন্সিলর আনজিরা খাতুন, সাবেক ছাত্রনেতা সত্যানন্দ দত্ত, আল মামুন সরদার প্রমুখ। থানা ও ওয়ার্ড বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা ভুট্টো, মো. সেলিম, মো. ইকবাল হোসেন, আব্দুল হালিম শেখ, ইউসুফ সরদার, মো. মোসলেম হাওলাদার, মিজানুর রহমান, ডা. মোবাশ্বের হোসেন শ্যামল, লিটন খান, খোদাবক্স কোরাইশী কাল্লু, মশিউর রহমান খোকন, সরদার কামরুল ইসলাম প্রমুখ।