যশোরের কাশিমপুরে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৫নং ও ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কেফায়েতনগর স্কুল মাঠে ৫নং এবং ডহেরপাড়া স্কুল মাঠে ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-উন-নবী, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের, সরোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম, ইসলাম সরর্দার, ওয়াহেদুজ্জামান মিলন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কাসেম, যুগ্ম আহ্বায়ক উজ্জল হোসেন, কবির হোসেন শাহীন, শাকিল আহমেদ, সোহেল রানা, সদস্য সচিব আবু বক্কর দিলু প্রমুখ। সম্মেলন শেষে ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রয়েছেন ৫নং ওয়ার্ডের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন এবং ৬নং ওয়ার্ডের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজিদ।