শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষ্যে দু’দিনব্যাপী অনুষ্ঠান শুরু

0

স্টাফ রিপোর্টার ॥ শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৭তম শুভ জন্মতিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে দুইদিনব্যাপী অনুষ্ঠান গতকাল শুক্রবার শুরু হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিন আলোচনা সভা, বিশেষ পূজা অর্চনা, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, রামায়ণ গান পরিবেশিত হয়।
রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। আলোচনা সভায় রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দের সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন খুলনা বিএল কলেজের সহযোগী অধ্যাপক প্রেমানন্দ মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন মিশনের সহ-সম্পাদক স্বামী আত্মবিভানন্দ। এর আগে সকালে মঙ্গলারতি, বৈদিক স্তোত্র পাঠ ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিশেষ পূজা, অর্চনা, প্রসাদ বিতরণ, রামায়ন গান, শিশুদের নৃত্যানুষ্ঠান ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ভক্তিগীতি পরিবেশিত হয়।