বুকে গুলি চালিয়ে বিজিবি সদস্যের আত্মহত্যা

0

লোকসমাজ ডেস্ক॥ নওগাঁর সাপাহার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র সদস্য সিপাহী তানভির আহম্মেদ (২৮) তার নিজের বন্দুক দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে সাপাহার সীমান্তে সুন্দরইল বিওপি ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। তানভীর আহম্মেদ নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা গ্রামের শেখ আজনুরের ছেলে। সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজির সূত্রে জানা যায়, সিপাহী তানভীর আহম্মেদ বৃহস্পতিবার ভোরে বিজিবি ক্যাম্পের অভ্যন্তরে তার নিজের কাছে থাকা বন্দুক দিয়ে বুকের বাম পাশে গুলি করেন। ঘটনাটি জানার পর অন্য বিজিবির সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাপাহার উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাবার পথে তানভীরের অবস্থা বেগতিক দেখে বিজিবির অন্য সদস্যরা পুনরায় তাকে নিয়ে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৭টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, নিহত বিজিবি সদস্য তানভীরের মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিজিবির ওই সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ১৬ বিজিবি নওগাঁর অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান কল রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।