ইউক্রেনে আটকা বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নাবিক নিহত

0

লোকসমাজ ডেস্ক॥ ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলা হয়েছে বলে জানা গেছে। এতে এক নাবিক নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। নিহত হাদিসুর রহমান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন। তার বাড়ি বরগুনা জেলায়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনার পর রাশিয়া শোক প্রকাশ করেছে।
বাংলাদেশের জাহাজে টার্গেট করে হামলা হয়েছে বলে মনে করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। বাংলাদেশ সময় বুধবার রাত প্রায় ৯ টা ২৫ মিনিটে জাহাজের ব্রিজে রকেট হামলা হয়। ওই জাহাজে থাকা একাধিক নাবিক সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তারা বলেন, রকেট হামলায় জাহাজে আগুন ধরে যায়। এ সময় সবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আগুন নেভানো গেছে। হামলায় তাদের সঙ্গী হাসিদুর রহমান নিহত হয়েছেন। বাকি সবাই সুস্থ আছেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর সুমন মাহমুদ সাব্বির বুধবার রাতে সংবাদমাধ্যমকে বলেন, ওই জাহাজে একটা রকেট আঘাত করেছে। সেটা বিস্ফোরিত হয়। সেখানে কর্মরত থাকা অবস্থায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা গেছেন। জাহাজের বাকি ২৮ জন অক্ষত আছেন। আগুন নেভানো হয়েছে। এর আগে রবিবার বিএসসি মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মুজিবুর রহমান ওই বন্দরে আটকে পড়ার খবর সংবাদমাধ্যমকে জানান। তখন তিনি বলেন, জাহাজটি বর্তমানে সেখানে নিরাপদে নোঙর করে আছে। সব নাবিক সুস্থ ও নিরাপদে রয়েছেন। জাহাজটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানি রয়েছে। নাবিকদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আশা করছি চ্যানেল ক্লিয়ার হলে দুদিনের মধ্যেই সেটি যাত্রা শুরু করতে পারবে।
সমুদ্রগামী জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয়। গত ২২ ফেব্রুয়ারি এমভি বাংলার সমৃদ্ধি নামের ‘বাল্ক ক্যারিয়ার’ জাহাজটি ইউক্রেনের ওই বন্দরে পৌঁছায়। তুরস্কের এরেগলি বন্দর থেকে গত ২১ ফেব্রুয়ারি খালি অবস্থায় সেটি ওলভিয়া বন্দরে যায়। জাহাজটি ইউক্রেনের বন্দর থেকে পণ্য তোলার কথা থাকলেও ওই বন্দরের দৈনন্দিন কার্যক্রম বন্ধের কারণে তা বাতিল করা হয়েছে বলে জানান বিএসসি কর্মকর্তা মুজিবুর। এদিকে ইউক্রেনে আটকা বাংলাদেশের জাহাজে টার্গেট করে হামলা হয়েছে বলে মনে করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এমভি বাংলার সমৃদ্ধিতে আটকা পড়া নাবিক ও প্রকৌশলীরা নিরাপদে আছেন বলেও তিনি জানান। রকেট হামলায় ওই জাহাজের এক প্রকৌশলীর মৃত্যুর পর গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিজের কার্যালয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নাজুক অবস্থার মধ্যে পড়ে গেছি। জাহাজটি বাণিজ্যিক, বন্দরের চ্যানেলে আটকা পড়েছে। জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা হয়েছে। আমরা তাদের সাহস যুগিয়েছি। তারা যখন আটকে পড়ে, তখনও নিরাপদে ছিল। গতকালের (বুধবার) হামলা মনে হচ্ছে এটা টার্গেট করে হামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত জাহাজে আটকে পড়াদের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা চলছে জানিয়ে খালিদ মাহমুদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ চলছে। তাদের নিরাপত্তা নিশ্চিতে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।
তাদের সঙ্গে বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের যোগাযোগ রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জাহাজে খাবার মজুত আছে। পরিস্থিতির ওপর নির্ভর করে সবকিছু। রাশিয়া ও ইউক্রেইন, আইওএম, রেডক্রসের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, চলমান অবস্থায় আতঙ্ক থাকাটাই স্বাভাবিক। জাহাজ ত্যাগ ও ছেড়ে দেওয়া সম্ভব নয়। তবে জাহাজে নিরাপদ থাকার সম্ভাবনা বেশি। নিহত প্রকৌশলী হাদিসুরের মরদেহ আনার বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে খালিদ মাহমুদ বলেন, এ মুহূর্তে বলা মুশকিল, তবে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে নিশ্চিত করে বলা সম্ভব নয়। বাংলার সমৃদ্ধি গত ২৬ জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে তুরস্ক হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে পৌঁছায়। কয়েক দিন পর ‘সিমেন্ট ক্লে’ নিয়ে এটির ইতালির রোভেনা বন্দরের উদ্দেশে যাত্রার কথা ছিল। কিন্তু রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেইনে আগ্রাসন শুরু করলে পরিস্থিতি পাল্টে যায়। বন্দরেই আটকে যায় জাহাজটি। অপরদিকে আটকা পড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটির এ মুহূর্তে অলিভিয়া বন্দর ছেড়ে যাওয়া নিরাপদ নয় বলে জানিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। নিরাপত্তার কথা বিবেচনা করে সবাইকে জাহাজে অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক পীযূষ দত্ত চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানিয়েছেন। জাহাজটিতে নাবিক ও ইঞ্জিনিয়ারসহ এখনো আটাশ জন অবস্থান করছেন। পীযূষ দত্ত জানিয়েছেন, জাহাজটিতে এক মাসের খাদ্য মজুত রয়েছে। রকেট হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটির ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ হয়নি। তিনি বলেন, ‘জাহাজের বেশ ক্ষতি হয়েছে কিন্তু এটার সামগ্রিক ক্ষতি নিরূপণ করাটা এখন কঠিন। অনেক কিছুই ক্ষতি হয়েছে। জাহাজ আর চলাচল করতে পারবে কি না, সেটা পরীক্ষা না করে বলা যাবে না।’
বাংলাদেশি নাবিক নিহতের ঘটনায় রাশিয়ার শোক
‘বাংলার সমৃদ্ধি’র নাবিক হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে রাশিয়া। এ বিষয়ে ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা মৃত ব্যক্তির আপনজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। বন্দর থেকে বাংলাদেশি জাহাজটির নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাশিয়ার পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে’। বিবৃতিতে আরও জানানো হয়, রাশিয়া বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনার পারিপার্শ্বিকতা যাচাই করছে। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর কমান্ড নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানিয়েছে যে, পিছু হটার সময় ইউক্রেনের জাতীয়তাবাদীরা এলোপাতাড়ি গুলি চালায়, ইচ্ছাকৃতভাবে মানুষদের জিম্মি করে মানব ঢাল হিসেবে ব্যবহার করে এবং বহুল প্রচলিত জঙ্গি কৌশল প্রয়োগ করে থাকে। বিবৃতিতে বিশেষ সামরিক অভিযানের কারণে কোনো ধরনের মানবিক সংকট দেখা দিলে যোগাযোগের জন্য কিছু হটলাইন নাম্বার এবং একটি ইমেল ঠিকানাও দেওয়া হয়েছে। কোনো বেসামরিক ব্যক্তি ইউক্রেন ছাড়তে চাইলে, সে ব্যাপারে সহযোগিতার জন্যও এই হটলাইনে যোগাযোগ করা যাবে। হটলাইন নাম্বারগুলো হচ্ছে +৭ ৪৯৫ ৪৯৮-৩৪-৪৬, +৭ ৪৯৫ ৪৯৮-৪২-১১, +৭ ৪৯৫ ৪৯৮-৪১-০৯ এবং ইমেল ঠিকানা হচ্ছে মঁসাং@সরষ.ৎঁ.