যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ তেল, গ্যাস, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যশোরের আইনজীবীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোরে ইউনিট শহরের সিভিল কোর্ট মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের উপদেষ্টা অ্যাড. মোহাম্মদ ইসহক, অ্যাড. কাজী মুুনিরুল হুদা, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এমএ গফুর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. আমিনুর রহমান, মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাড. মোস্তফা মন্টু, অ্যাড. আব্দুল লতিফ লতা, অ্যাড. নূর আলম পান্নু, কাজী সেলিম রেজা ময়না, অ্যাড. মুনসুন অর রশিদ পিংকু, অ্যাড. ফজলুল হক বাবু, অ্যাড. খাদেকা খাতুন বিল্লু, অ্যাড. মৌলদা খানম, অ্যাড. ইমরান হোসেন প্রমুখ।