চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মহিলা মেম্বরের ছেলে নিহত

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মজনুর রহমান (৩২) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। ৩ মার্চ বৃহ¯পতিবার দুপুরে উপজেলার রাণিয়ালী মাধ্যমিকবিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের বাসিন্দা এবং পাশাপোল ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য মোমেনা খাতুনের ছেলে।
স্থানীয়রা জানান, মজনু ব্যবসায়ীক কাজে একটি মোটরসাইকেলে করে কালিয়াকুন্ডি গ্রাম থেকে সলুয়া বাজারে যাচ্ছিলেন। সলুয়া-কায়েমকোলা সড়কের রাণিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জমি চাষ করা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এ দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সেখানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।