রামপালে জাতীয় ভোটার দিবস পালিত

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস’২২। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার”। দিবসটি পালন উপলক্ষে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে নির্বাচন অফিস। র্যালীটি উপজেলা পরিষদ চত্বরসহ সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে কবুতর উড়িয়ে দিবসটি উদযাপন করেন, তাতে অংশ নেয়া অতিথিরা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় অংশ নেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, উপজেলা এলজিইডি কর্মকর্তা ইন্জিনিয়ারি গোলজার হোসেন, পিআইও মো. মতিউর রহমান, মো. ফোরকান বিল্লাহসহ অন্যান্যরা। এর পূর্বে উপজেলা নির্বাচন অফিসে বাহারি আলোকসজ্জা করা হয়।