যশোরে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ আটক ৪

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে এক যুবকের ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে ৪ জনকে করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার কাশিমপুর থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, সদর উপজেলার নওদাগ্রামের মতিয়ার রহমানের ছেলে ইমরান হোসাইন (২৫), কাশিমপুর গ্রামের মৃত মকবুল দফাদারের ছেলে আক্তার হোসেন (২৮), আব্দুল মালেকের ছেলে শিমুল (২৫) ও সাইফুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৩)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার বড়হৈবতপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নিবিড় গত ৪ জানুয়ারি নওদাগ্রামের মৃত আব্দুল মাজেদের ছেলে রমজান আলীর মধ্যস্থতায় আটক আসামি ইমরানের কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন বাজাজ কোম্পানির একটি ডিসকভার মোটরসাইকেল ৬৫ হাজার টাকায় কেনেন। ১শ টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্পে লিখিতভাবে মোটরসাইকেলটি কেনা হয়। গত ৯ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে করে চৌগাছায় যাচ্ছিলেন। পথে সদর উপজেলার জগহাটি রুহুলপাড়ায় পৌঁছালে ইমরানসহ তার সঙ্গীরা নিবিড়ের গতিরোধ করেন। এ সময় মোটরসাইকেল কেনা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সাথে নিবিড়ের বিরোধের সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে ইমরান ও তার সঙ্গীরা নিবিড়কে মারধর করে মোটরসাইকেল ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে ইমরান এবং তার সঙ্গী আক্তার, শিমুল ও মেহেদীকে কাশিমপুরে দেখতে পেয়ে নিবিড় তাৎক্ষণিক বিষয়টি ডিবি পুলিশকে জানান। সাথে সাথে ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে উল্লিখিত ৪ জনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য মতে সরুইডাঙ্গা গ্রামের মৃত গফুর শিকদারের ছেলে পিয়ারুলের বাড়ি থেকে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিবিড় কোতয়ালি থানায় মামলা করেছেন।