খুলনায় দুই অগ্নিকাণ্ডে ১৮ ঘর ভস্মীভূত

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ খুলনার মুজগুন্নি ও লবনচরা এলাকায় দুই স্থানে অগ্নিকান্ডের ঘটনায় ১৮ টি ঘর পুড়ে ছাই হয়েছে। গতকাল দুপুরে নগরীর খালিশপুর মুজগুন্নি উত্তরপাড়া আরাফাত মসজিদ রোডের একটি বস্তিতে অগ্নিকান্ডে ৯টি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, এই ঘরগুলোতে ১৮টি পরিবার রয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে। এরপর তা পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৮ টি পরিবারের ৯ টা ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের খালিশপুর ষ্টেশনের সিনিয়র অফিসার মো. মালেক সরদার জানান, তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে মঙ্গলবার রাতে লবনচরা সুইচগেট সংলগ্ন ইব্রাহীমা মাদ্রাসা রোডে অগ্নিকান্ডের ঘটনায় নয়টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, রাত আটটার দিকে আগুন লাগে। আধাঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, ওই এলাকার খালেকের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় প্রায় নয়টি ঘর আগুনে ভষ্মিভুত হয়। মো: আব্দুল খালেক, জসিম, আলমগীর সাদ্দাম, হাসমতের চারটি ঘর ও মো: রেজাউল ইসলামের পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।