ঝিকরগাছা স্টেশনে ৬ কিশোরকে মারপিটের ঘটনায় উত্তেজনা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় রেলওয়ে কর্মচারীদের হাতে ৬ কিশোর মারপিটের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ঝিকরগাছা রেল স্টেশনে। এ ঘটনায় পরষ্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। মারপিটের শিকার শিক্ষার্থীরা জানিয়েছে, এদিন দুপুর দেড়টার সময় স্কুলছাত্র নাহিদুজ্জামান (১৭) এর ভগ্নিপতির রেলযোগে ঝিকরগাছায় পৌঁছানোর কথা ছিলো। সেকারণে নাহিদের সাথে তার বন্ধু রাতুল (১৭), নাফিজ (১৬), সৌরব (১৭), আপন (১৬) ও পারভেজ (১৬) রেলস্টেশনে বসে অপেক্ষা করছিলো। এসময় ঝিকরগাছা রেল স্টেশনের কর্মচারীরা তাদেরকে দ্রুত রেলস্টেশন ত্যাগ করতে বলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রেলওয়ে কর্মচারীরা স্টেশনের দু’পাশের ক্লপসিবল গেটে তালা লাগিয়ে দিয়ে ওই ৬ কিশোরকে মারপিট করে। তবে স্টেশন মাস্টার নাইমুর রহমান বলেন, তারা দীর্ঘসময় ধরে যাত্রী বসার চেয়ারে বসে মোবাইল ফোনে গান শুনছিলো। তাদেরকে মোবাইল ফোন বন্ধ করে বাইরে যেতে বললে তারা রেলওয়ে কর্মচারীদের উপর হামলা করে। পরে ভুল স্বীকার করে তারা চলে যায়। পরে ঘটনা জানতে পেরে ৬ শিক্ষার্থীর পরিবারের লোকজন রেলওয়ের ওই ৩ কর্মচারীকে দীর্ঘসময় অবরুদ্ধ করে রাখলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তসহ সঙ্গীয়ফোর্স ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষকে নিয়ে থানায় বসে সমঝোতা করা হবে বলে তিনি জানান।