কামড়ে ক্ষিপ্ত হয়ে পাউরুটিতে বিষ মিশিয়ে ১৫ কুকুর হত্যা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ কুকুর কামড়ানোয় ক্ষিপ্ত হয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৫ কুকুরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কীটনাশক ব্যবসায়ী আব্বাস আলীর বিরুদ্ধে।  অভিযুক্ত আব্বাস আলী আলমডাঙ্গা উপজেলার সোনাতনপুর গ্রামের বাসিন্দা। পথচারীরা বলেন, তিন-চার দিন আগে রাস্তার পাশের এক কুকুর কামড়ায় আব্বাস আলীকে। এতে আব্বাস আলী ক্ষিপ্ত হয়ে পাউরুটির সঙ্গে কীটনাশক বিষ মিশিয়ে গ্রামের ১০-১৫টি কুকুরকে নৃশংসভাবে হত্যা করে। সোনাতনপুর গ্রামের বাসিন্দা কুদ্দুস মিয়া বলেন, আব্বাস আলী মঙ্গলবার রাতেও একটি মা কুকুরকে বিষ দেওয়া পাউরুটি খাওয়ায়ে মেরে ফেলে। মাকে হারিয়ে দুধের জন্য বাচ্চা কুকুরগুলো কাঁদছে সারা দিন। হয়তো তারাও মারা যাবে।
কেয়ার ফর আনক্লেইমড বিস্টের (কাব) সভাপতি বখতিয়ার হামিদ বলেন, অসহায় কুকুরগুলোকে বিষ দিয়ে যে হত্যা করেছে সে একজন বিকৃত মানসিকতার মানুষ। এদের আইনের মাধ্যমে শাস্তি না দিলে এমন ঘটনা আরো ঘটবে। অভিযুক্ত আব্বাস আলী কুকুরগুলো হত্যার বিষয়টি স্বীকার করে বলেন, কয়েক দিন আগে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাকে কুকুরে কামড়ায়। গ্রামের আর কাউকে যেন কুকুরে কামড়াতে না পারে সে জন্য আমি বিষ দিয়ে কুকুরগুলো মেরে ফেলেছি। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর বলেন, কুকুর হত্যার বিষয়টি আমি শুনেছি। এটি দুঃখজনক ঘটনা, প্রাণী হত্যা অপরাধ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিবেদন পেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।