যশোরে জমি নিয়ে বিরোধে দুজনকে হাতুড়িপেটা

0

স্টাফ রিপোর্টার ॥ জমিজমা সংক্রান্ত গোলযোগের জের ধরে যশোরের পল্লীতে আলামিন হোসেন (৩৫) ও ইমামুল হোসেন (৫০) নামে দু’ব্যক্তি হাতুড়িপেটার শিকার হয়েছেন। যশোর সদর উপজেলার দলেননগর ও ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
আলামিন হোসেনের বাড়ি সদরের দলেননগর গ্রামে। তিনি মুদী ব্যবসা করেন। আলামিন জানিয়েছেন, একই গ্রামের আব্দুল মজিদের সাথে ৬৬ শতক জমি নিয়ে তার বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে মজিদ ও তার লোকজন গত মঙ্গলবার বিকেলে তার উপর হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে তাকে বেদম প্রহার করে। হাতুড়ির আঘাতে গুরুতর আহত হলে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একইদিন সন্ধ্যায় আহত হয়েছেন ইমামুল হোসেন। তিনি একজন পল্লী চিকিৎসক। বাড়ি ঝিকরগাছার শিওরদাহ গ্রামে। ইমামুল হোসেন জানিয়েছেন, প্রতিবেশি মাহবুবের সাথে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে ইমামুলের বিরোধ রয়েছে। মাহবুব নিজের ছাদের উপর হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে ইমামুল হাসানসহ তার স্বজনদের বিরুদ্ধে ২ শতাংশ জমি লিখে নেয়। এ নিয়ে তাদের মধ্যে শুরু হয় বিরোধ। এ বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় মাহবুব ও তার লোকজন ইমামুল হোসেনের উপর হামলা চালায় এবং হাতুড়িপেটা করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।