পৌরপার্কে বান্ধবীদের সাথে কথা বলার পর কলেজছাত্র ছুরিকাহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের মুসলিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বায়েজিদ রহমান (১৭) নামে ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের এক ছাত্র ছুরিকাহত হয়েছেন। কলেজের নবীনবরণ শেষে পৌরপার্কে বান্ধবীদের সাথে গল্প করার জের ধরে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। বায়েজিদ রহমান ওই কলেজের এইচএসসি বাণিজ্য প্রথম বর্ষের ছাত্র। একই কলেজের ছাত্রী তার বান্ধবী আনিকা ও সাদিয়া জানিয়েছেন, গতকাল কলেজে তাদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। শেষে দুপুর ১২টার দিকে তারা ৩ জন পৌরপার্কে গল্প করছিলেন। এ সময় ২/৩ জনের একদল উচ্ছৃঙ্খল যুবক এসে তাদের উত্ত্যক্ত করে। এ নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ হয়। পরে পৌরসভার কর্মচারীরা জানতে পেরে ঘটনাস্থলে যায়। বায়েজিদ পৌর কর্মচারীদের উচ্ছৃঙ্খল যুবকদের দেখিয়ে দেন। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে বায়েজিদ ও তার দু’বান্ধবী পৌরপার্ক ছেড়ে মুসলিম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এলে উচ্ছৃঙ্খল যুবকরা আরও ১০/১২ জন যুবক সাথে নিয়ে বায়েজিদকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় বান্ধবীরা তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। বায়েজিদ রহমান যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের বজলুর রহমানের পুত্র।