চৌগাছা-কোর্টচাঁদপুর সড়কে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় কোটচাঁদপুর সড়ক থেকে এক সার কীটনাশক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের মুক্তদাহ মোড়ের অদুরে রাস্তার উপর মোটরসাইকেলসহ পড়ে ছিলেন তিনি।
নিহত বিপ্লব হোসেন ওরফে বিল্লাল (৪২) উপজেলার দেবীপুর গ্রামের চান্দু মিয়ার ছেলে। পথচারীরা উদ্ধার করে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কোন সড়ক দুর্ঘটনা, না অন্য কিছু তা বলতে পারেননি কেউ। সড়কের উপর তার রক্তাক্ত দেহ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখে পথচারীরা হাসপাতালে নিয়ে আসেন। নিহতের ছোট ভাই রুবেল হোসেন বলেন, রাতে এশার আজানের কিছু আগে তার ভাই বিপ্লব হোসেন মোটরসাইকেলে দেবীপুর থেকে চৌগাছা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুর ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় আঘাতের কারনে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। চৌগাছার থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।