যশোরে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহর শিশু হাসপাতালের সামনে কাভার্ড ভ্যানের চাপায় নাসির হোসেন (১৮) নামে এক সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। গতকাল বিকেলে শহর থেকে সাইকেলযোগে বাসায় ফেরার পথে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে চালক ও কাভার্ড ভ্যানটিকে পুলিশ আটক করে। নাসির হোসেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাবর আলীর পুত্র।
পুলিশ সূত্র জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টার দিকে নাসির হোসেন যশোর শহর থেকে বাইসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। এ সময় তার সাইকেলে কিছু মালামাল ছিল। নাসির হোসেন উপশহর খাজুরা বাসস্ট্যান্ড মোড় পেরিয়ে শিশু হাসপাতালের সামনে পৌঁছান। এ সময় খুলনা থেকে আসা একটি কাভার্ড ভ্যান ঢাকায় যাওয়ার পথে নাসির হোসেনকে চাপা দেয়। এতে কাভার্ড ভ্যানের নিচে পড়ে তিনি ঘটনাস্থলে নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করার পর হাসপাতাল মর্গে পাঠায় এবং চালকসহ কাভার্ড ভ্যানটি আটক করে। আটকৃত চালকের নাম শামীমুর রহমান (২৬)। শামীমুর রহমান রাজবাড়ী সদর উপজলোর চরশ্যামনগর গ্রামের দুলাল শেখের পুত্র।