সন্ত্রাসী আলামিনকে আটক করে পুলিশ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার চিহ্নিত সন্ত্রাসী আলামিনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। কোতয়ালি থানা পুলিশের এসআই তাপস মন্ডল জানান, ২০২১ সালের ১১ মার্চ কোতয়ালি থানার একটি চুরি মামলার (নং-৭৯) ওয়ারেন্টের আসামি আলামিনকে (২৫) তাদের এএসআই আজিজুল হক কালেক্টরেট মার্কেট থেকে আটক করেন। তিনি বলেন, গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় আলামিন পূর্ব শত্রুতার জের ধরে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় রিপন নামে এক যুবককে কুপিয়ে আহত করেছিলেন। এ ঘটনায় চলতি বছরের ৭ জানুয়ারি ভুক্তভোগী রিপন কোতয়ালি থানায় তার বিরুদ্ধে একটি মামলা করেন। এই মামলায়ও তাকে আটক করা হয়। এরপর সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আটক আলামিনের বিরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে বলে জানতে পেরেছেন। তবে,সোমবার আটক আলামিনের স্ত্রী শিলা খাতুন দাবি করেন, তার স্বামীকে সাদা পোশাকে র‌্যাব ধরে নিয়ে গিয়েছিলো। উল্লেখ্য, গত সোমবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের বারান্দা থেকে আলামিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিলো বলে তার স্ত্রী শিলা খাতুন দাবি করেছিলেন। আলামিন এদিন মারামারি সংক্রান্ত একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করতে এসেছিলেন। তিনি বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে।