৪১ লাখ টাকা নিয়ে সৌদি আরবের ভুয়া ভিসা, যশোরে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ৪১ লাখ টাকা হাতিয়ে নিয়ে সৌদি আরবের ভুয়া ভিসা দেওয়ার অভিযোগে সোমবার শেখ আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তির বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের মৃত আব্দুল হাকিম সরদারের ছেলে হাফিজুর রহমান মামলাটি করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন। অভিযুক্ত শেখ আব্দুল কুদ্দুস অভয়নগর উপজেলার কোটা বকুলতলা বাজার এলাকার শেখ আব্দুল আজিজের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, মামলার বাদী হাফিজুর রহমান অভয়নগরের রাজঘাট সাব-পোস্ট অফিসে চাকরি করতেন। এ সময় আসামি শেখ আব্দুল কুদ্দুসের সাথে তার পরিচয় হয়। তাদের মধ্যে সুসম্পর্কও গড়ে ওঠে। শেখ আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে সৌদি আরবে বিন লাদেনের গ্রুপে চাকরি করতেন। এ কারণে হাফিজুর রহমানকে বলেন, তিনি সৌদি আরবে লোকজন পাঠাচ্ছেন। হাফিজুর রহমানকে তিনি সৌদি যেতে ইচ্ছুক ১২ জনকে জোগাড় করে দিতে বলেন। তার কথায় বিশ্বাস করে হাফিজুর রহমান নিজ এলাকার ১২ জনের কাছ থেকে ৪০ লাখ ৮০ হাজার টাকা নিয়ে শেখ আব্দুল কুদ্দুসকে দেন। এরপর শেখ আব্দুল কুদ্দুস ৮ জনকে সৌদির ভিসা দেন। পরে ওই ভিসা ভুয়া বলে প্রমাণিত হয়। হাফিজুর রহমান শেখ আব্দুল কুদ্দুসের কাছে টাকা ফেরত চান। কিন্তু তিনি টাকা ফেরত না দিয়ে ঘোরাতে থাকেন। সর্বশেষ গত ১৫ জানুয়ারি তার কাছে টাকা ফেরত চাইলে তিনি দিতে অস্বীকার করেন। বাধ্য হয়ে হাফিজুর রহমান আদালতের দ্বারস্থ হয়েছেন।