শরীফের চাকরিচ্যুতির বিষয়ে দুদকের কাছে তথ্য-প্রমাণ চেয়েছেন হাইকোর্ট

0

লোকসমাজ ডেস্ক॥ শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে তথ্য প্রমাণ সংবলিত প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান এই প্রতিবেদন চেয়ে আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খানকে আগামী ৮ মার্চের মধ্যে হলফনামাসহ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়া হয়। ওই দিন এ ব্যাপারে পরবর্তী শুনানি হবে। শরীফকে চাকরিচ্যুতির ব্যাপারে অভিযোগ পাল্টা অভিযোগ ওঠায় স্বাধীন একটি তদন্তের জন্য আদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়েছিল। শুনানির সময় দুদকের আইনজীবী গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ তুলে খুরশিদ আলম হাইকোর্টকে বলেন, দুইটি গণমাধ্যম নির্বিচারে শরীফ উদ্দিনের মন্তব্য ও বিবৃতি প্রকাশ করলেও দুদক সচিবের লিখিত বক্তব্যের বেশির ভাগ অংশ আড়াল করেছে।
দুদকের স্বাধীন ও পক্ষপাতহীন ভাবমূর্তি রক্ষার স্বার্থে প্রয়োজনীয় আদেশ চেয়ে গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের নেতৃত্বে ১০ জন আইনজীবী রিট আবেদন করেন। আবেদনে তারা বলেন, শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি নিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগে দুদকের পক্ষপাতহীনতা ও স্বায়ত্তশাসনের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে।