দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাসদের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ চাল, ডাল, তেল, গ্যাসসহ সকল দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যশোর জেলা শাখা মানববন্ধন করেছে। গতকাল সোমবার বিকেলে শহরের গাড়িখানা রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সরকার আজ অশুভ বাজার সিন্ডিকেটের কাছে অসহায় ও বন্দি হয়ে পড়েছে। যে কারণে সকল দ্রব্যের মূল্য আজ আকাশছোঁয়া। লাগামহীন দ্রব্যমূল্যের ফলে জনজীবনে নাভিঃশ্বাস উঠেছে। বক্তারা বলেন, সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষের মাঝে ফিরিয়ে আনতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. অশোক কুমার রায়, জাসদ নেতা রশিদুর রহমান, আহসান উল্লাহ ময়না, অ্যাড. আবুল কায়েস, শরীফ আহমেদ বাপী প্রমুখ।