বিএনপি ও মহিলা দলের সমাবেশ সফলের প্রস্তুতি

0

স্টাফ রিপোটার ॥ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামীকাল ২ মার্চ যশোর জেলা বিএনপির ও ১৪ মার্চ জেলা মহিলা দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সফল করার লক্ষ্যে জেলা মহিলা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদিকা নাহিদ আক্তার, নগরের সভানেত্রী শামসুন্নাহার পান্না, কোতয়ালি থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোনোয়ারা মোস্তফা, জেলা কমিটির যুগ্ম সম্পাদক সম্পাদিকা, রাফফাত ডলি, আলেয়া বেগম, সহসাংগঠনিক সম্পাদিকা আনোয়ারা পারভীন আনু, দপ্তর সম্পাদিকা অ্যাড. মৌলুদা পারভিন, আইনবিষয়ক সম্পাদিকা অ্যাড. সাদেকা খাতুন বিল্লু, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদিকা ফাইনারা বর্ণা প্রমুখ।