যশোরে সাব্বির হত্যায় জড়িত যুবকের স্বীকারোক্তি,চাকু উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুরস্থ বাসটার্মিনাল এলাকায় সাব্বির হত্যাকা-ে জড়িত শামীম হোসেন নামে এক যুবক রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনিসহ কয়েকজন এই হত্যার সাথে জড়িত বলে আদালতকে জানিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল তার জবানবন্দি গ্রহণ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল জানান, শামীম হোসেন বেজপাড়া কবরস্থান এলাকার গোলাম মোস্তফার ছেলে। তবে তার আসল বাড়ি চৌগাছায়। সাব্বির হত্যা মামলা তদন্তকালে জড়িত হিসেবে তার নাম প্রকাশ পায়। গত ২৬ জানুয়ারি শামীম হোসেন একটি বিস্ফোরক মামলার ওয়ারেন্টে পুলিশের হাতে আটক হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন। এ কারণে তাকে সাব্বির হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালতের বিচারক তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শনিবার তাকে রিমান্ডে নেয়া হয়। এরপর রিমান্ড শেষ হওয়ায় রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় শামীম হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তদন্ত কর্মকর্তার সহকর্মী এসআই মফিজুল ইসলাম জানান, রিমান্ডে নেওয়ার পর শামীম হোসেনের স্বীকারোক্তিতে ও দেখানো মতে গত শনিবার রাতে নাজির শংকরপুর প্রাইমারি স্কুলের পাশের একটি পুকুর থেকে হত্যাকা-ে ব্যবহৃত ১টি চাকু উদ্ধার করা হয়েছে।  উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর দিনদুপুরে শংকরপুরস্থ বাসটার্মিনাল সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন সাব্বির হোসেন। তিনি শংকরপুর জমাদ্দারপাড়ার আকবর হোসেনের ছেলে। হত্যার ঘটনায় নিহতের মা মাসুরা বেগম সন্ত্রাসী মুছাসহ কয়েকজনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।