ইউরোপে দ্রুত সম্প্রসারমাণ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

    0

    লোকসমাজ ডেস্ক॥গত বছরজুড়ে ইউরোপের বাজারে সবচেয়ে দ্রুত সম্প্রসারমাণ স্মার্টফোন ব্র্যান্ড ছিল রিয়েলমি। ২০২১ সালে ইউরোপের বাজারে চীনা স্মার্টফোন ব্র্যান্ডটির বার্ষিক প্রবৃদ্ধি ছিল ৫৪৮ শতাংশ। স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
    ২০১৯ সালে ইউরোপের বাজারে যাত্রা শুরুর পর থেকেই সম্প্রসারণ চাঙ্গা ছিল রিয়েলমির। ২০২১ সালের শেষ প্রান্তিকে তাদের স্মার্টফোন বিক্রি বেড়েছে ৫০০ শতাংশ। পুরো বছরে বেড়েছে ৫৪৮ শতাংশ। তবে অঞ্চলভেদে প্রবৃদ্ধিতে কিছুটা ফারাক দেখা গেছে। মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোয় রিয়েলমির স্মার্টফোন বিক্রি বছরওয়ারি বেড়েছে ৬৪৩ শতাংশ। কিন্তু পশ্চিম ইউরোপে এ প্রবৃদ্ধি ছিল ৪১৬ শতাংশ।
    ইউরোপের বাজারে প্রথমবারের মতো শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় উঠে এসেছে রিয়েলমি। বর্তমানে ইউরোপে শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ড হচ্ছে যথাক্রমে অ্যাপল, স্যামসাং, শাওমি, অপো ও রিয়েলমি।