যশোরে ফুটবলার রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা দলের সাবেক ফুটবলার রফিকুল ইসলাম রউফের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বাদজোহর সিএন্ডবি জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার রাত সাড়ে ৮টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রফিকুল ইসলাম রউফের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির ও সোনালী অতীত ক্লাব যশোরের সভাপতি এবিএম আখতারুজ্জামান। এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।