কোটচাঁদপুরে শিশু ধর্ষণ অভিযোগে আটক ১

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কোটচাঁদপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। ধর্ষককে ওই রাতেই আটক করেছে পুলিশ। কোটচাঁদপুর উপজেলার রুদ্রপুর স্কুল পাড়ার ভুক্তভোগী শিশুটির পিতা অভিযোগ, মৃত আব্দুল্লাহর ছেলে প্রতিবেশী দিনমজুর মতিয়ার রহমান (৫৮) ওই চার বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে। গত ১৯ ফেব্রয়ারি বিকেলে পেয়ারা দেওয়ার কথা বলে তার বাড়ির রান্না ঘরে নিয়েই ধর্ষণ করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে গিয়ে বিষয়টি তার বাড়িতে জানায়। কোটচাঁদপুর থানার মামলার তদন্ত অফিসার এসআই অমিত কুমার জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে রুদ্রপুর গ্রাম থেকে আসামি মতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্যে জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা নং- ১১ তাং- ২১/০২/২০২২ (শিশু ও নারী নির্যাতন আইনের ৯(১) ধারা)। তিনি আরো বলেন, ২০১৫সালে একই আসামির বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় আরো একটি শিশু ধর্ষণের মামলা রয়েছে।