যশোর ফল ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত# সভাপতি লিটন, সম্পাদক চুন্নু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ফল ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বিজয়ী হয়েছেন এসএম সাইফুল আলম লিটন, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. ইকবাল হোসেন চুন্নু। গতকাল সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিজয়ী অন্যরা হলেন- সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাহিদুর রহমান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান গাজী, দপ্তর সম্পাদক মো. মাজেদ মোল্লা, প্রচার সম্পাদক মো. মফিজুর রহমান মফিজ, কোষাধ্যক্ষ মো. শামীম, নির্বাহী সদস্য একেএম রওশন জাবেদ ও মনিরুল ইসলাম। ৫৬৭ জন ভোটার ভোট প্রয়োগ করেন। ১১টি পদের বিপরীতে ২৩ প্রার্থী ছিলেন একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।