টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়, স্বাস্থ্যকর্মীসহ আহত ১০

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকার সাভার উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধের টিকা নিতে আসা মানুষের প্রচণ্ড ভিড়ে মোট ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে চার স্বাস্থ্যকর্মীও রয়েছেন। ভিড়ের কারণে টিকাদান কার্যক্রমে হিমশিম খেতে হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিকাপ্রত্যাশীদের মৃদু লাঠিচার্জ করেছে পুলিশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের পক্ষ থেকে নিবন্ধন ছাড়া টিকা নেয়ার ঘোষনা শুনার পর মানুষ উৎসাহ উদ্দীপনায় জন্মসনদ নিয়ে টিকা নিতে আসে। এই কারনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন প্রধান কেন্দ্র হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে সকাল থেকে কয়েক হাজার টিকা প্রত্যাশী মানুষের ভিড় করতে দেখা যায়। গামেন্টর্স কর্মীদের সংখ্যা ছিল বেশী। তবে অতিরিক্ত ভিড়ের কারনে দুপুর সাড়ে ১২টার দিকে টিকা কেন্দ্রে এ দস্তাদস্তির ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, দিন শেষে এইদিন ১৮ হাজারের বেশী মানুষকে টিকা দেয়া হয়। টিকা নিতে আসা কাউকেই ফিরিয়ে দেয়া হয়নি। তবে টিকা নিতে আসা অনেকেই জানান, তারা টিকা পাননি।
টিকাপ্রত্যাশী নাজিম উদ্দীন বলেন, ‘আমি খুব সকালে টিকা নিতে এসেছিলাম। দুপুর পর্যন্ত প্রায় ১০ হাজারেরও বেশি টিকাপ্রত্যাশী হাজির হয়। টিকাপ্রত্যাশীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এ সময় সামনের দিকে থাকা লোকদের মৃদু লাঠিচার্জ করে পুলিশ। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এত ঝামেলার জন্য আমি ফিরে এসেছি। আজ (মঙ্গলবার) আর টিকা নেওয়া হয়নি।’ অপর টিকাপ্রত্যাশী ফারজানা বলেন, ‘আমি অনেক আগে রেজিস্ট্রেশন করেছি। কিন্তু আমার কোনো মেসেজ আসেনি। তাই মেসেজ ছাড়াই আজ টিকা নিতে এসেছি। তবে এত মানুষের চাপে একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, এখানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে মানুষ টিকা নিতে এসেছেন। যেহেতু টিকা নিতে এখন রেজিস্ট্রেশন-আইডি কার্ড লাগে না সেহেতু হাজারো মানুষ এসেছে। এত মানুষ হলে বিশৃংখলা একটু হবেই। ধাক্কা-ধাক্কিতে আমাদের চার কর্মী আহত হয়েছে।