ছুরিকাঘাতের পর এক নারী দ্রুত এসে বললেন, এই ছেলে না!

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রুদ্রপুর ডিগ্রি কলেজের ছাত্র সজীব অধিকারী (১৭) করোনা প্রতিরোধের টিকা নিতে আসেন যশোর জিলা স্কুলে। বিদ্যালয়ের গেটে ইজিবাইক থেকে নামার সাথে সাথে তিন জন যুবক এসে তার পায়ে কোন কিছু না বলেই ধারালো চাকু বসিয়ে দেন। সাথে সাথে পাশে দাঁড়িয়ে থাকা দুই নারীর এক জন এসে বললেন, এই ছেলে না! ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ১১টার দিকে যশোর জিলা স্কুলের সামনে। ছুরিকাহত সজীব অধিকারী রুদ্রপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সজীব অধিকারী ও তার বন্ধু রাকিব জানিয়েছে, ১১ টার দিকে তারা যশোর জিলা স্কুলে করোনা টিকা দিতে আসে। স্কুল গেটের সামনে ইজিবাইক থেকে নামার সময় ৩ জন যুবক এসে সজীবের পায়ে ছুরিকাঘাত করে। এ সময় সেখানে দু’ জন নারী দাঁড়িয়েছিলেন। তারা দ্রুত এসে সন্ত্রাসী ওই যুবকদের ছুরি ধরে বলেন, এই ছেলে না। ছুরি ধরার কারণে এক নারীর হাতও কেটে যায়। আহত সজীব ও তার বন্ধুদের ধারণা, অন্য ছেলেকে মারতে গিয়ে ভুলবশত তারা সজীবকে ছুরিকাঘাত করেছে। সজীব অধিকারী যশোরের মণিরামপুর উপজেলার লেবুগাতী গোয়ালপাড়া গ্রামের দিলীপ অধিকারীর ছেলে। সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।