রেডিয়েন্ট মহিলা হ্যান্ডবল লিগ আসাদ ক্রীড়াচক্র ও চুনবিউ জয়ী

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড মহিলা হ্যান্ডবল লিগের খেলা গতকাল রোববার থেকে শুরু হয়েছে। উদ্বোধনী দিনের দুটি খেলায় জয়লাভ করে আসাদ ক্রীড়াচক্র ও চুনবিউ স্পোর্টিং ক্লাব। খেলা দুটি মুসলিম একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় পুলেরহাট যুবসংঘ বনাম আসাদ ক্রীড়াচক্র। এ খেলায় আসাদ ক্রীড়াচক্র ১৩-২ গোলে জয় লাভ করে। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় চুনবিউ স্পোর্টিং ক্লাব বনাম সৃৃষ্টি। এ খেলায় চুনবিউ স্পোর্টিং ক্লাব ১৫-২ গোলে জয়লাভ করে।