১ম বিভাগ বাস্কেটবল লিগ: তিনটি খেলায় জয়ী চাঁদের হাট, এ্যাপেক্স ও নজরুল স্মৃতি

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১ম বিভাগ বাস্কেটবল লিগের (পুরুষ) গতকাল বুধবার তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে। যশোর বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় জয় লাভ করে চাঁদেরহাট, এ্যাপেক্স বাস্কেটবল ক্লাব ও নজরুল সিদ্দিকী স্মৃতিসংঘ। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় চাঁদেরহাট বনাম লেকার্স। এ খেলায় চাঁদেরহাট ৬১-৪৫ পয়েন্টে জয় লাভ করে। এ্যাপেক্স বাস্কেটবল ক্লাব বনাম ফ্যালকন ক্লাবের মধ্যকার দিনের দ্বিতীয় খেলায় এ্যাপেক্স বাস্কেটবল ক্লাব ৬০-১২ পয়েন্টের বড় ব্যবধানে জয় লাভ করে। দিনের তৃতীয় ও শেষ খেলায় মুখোমুখি হয় নজরুল সিদ্দিকী স্মৃতিসংঘ বনাম সন্ধানী ক্রীড়া চক্র। এ খেলায় নজরুল সিদ্দিকী স্মৃতিসংঘ ৬২-৫ পয়েন্টের বড় ব্যবধানে জয় লাভ করেন।