ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৪ ক্রিকেট ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগ উত্তরের দুদিনের ম্যাচ শুরু

0

স্পোর্টস রিপোর্টার ॥ ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার যশোর ভেন্যুর ঢাকা মেট্রো বনাম ঢাকা বিভাগ উত্তরের মধ্যকার দুইদিনের ম্যাচ গতকাল বুধবার শুরু হয়েছে। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ঢাকা মেট্রো টসে জিতে ব্যাটিংয়ে নামে। প্রথমদিনে নির্ধারিত সময়ে তারা ৯০ ওভার ব্যাটিং শেষে ৮ ইউকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে সামিউল আলিফ ৬০, সাকিব ৫২, হৃদয় হুসাইন ৩৭, সিফাত মিয়া ১৬, এবং জারিফ আবেদিন ১৩ রান সংগ্রহ করেন। বল হাতে ঢাকা বিভাগ উত্তরের আল রাফি ও আশিক ২টি করে এবং নাঈম হাসান, জুনাইদুল ইসলাম, আব্দুল্লাহ আল সাদি ও সাহাদ আলী সাফি ১টি করে উইকেট লাভ করেন।