৫ জাসদ নেতা হত্যাবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত

0

বুধবার যশোর জেলা জাসদ কার্যালয়ে কাজী আরেফ আহমেদসহ কুষ্টিয়ার জাসদ নেতা লোকমান হোসেন, অ্যাড. ইয়াকুব আলী, ইসমাইল হোসেন তপসের, সমশের মন্ডল হত্যার ২৩তম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কালিদাসপুর স্কুলে মাঠে এক সন্ত্রাস বিরোধী জনসভায় সন্ত্রাসীরা তাদের প্রকাশ্যে গুলি করে হত্যা করে।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা রবিউল আলম। আরও বক্তব্য রাখেন- জাসদের জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. অশোক কুমার রায়। সহ-সভাপতি আহসান উল্লাহ ময়না, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েস, সাবেক সহ-সভাপতি শরীফ আহমেদ আমিন (মানিক), বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সিরাজুল ইসলাম ও মতিয়ার রহমান পপি। সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান বাবর। বিজ্ঞপ্তি।