যশোরে দুস্থদের মাঝে অধ্যাপক জাকরিয়া স্মৃতি সংসদের খাদ্য বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা পুলিশ প্রশাসনের তত্ত্বাবধায়নে সোমবার দুপুরে শহরের মণিহার মোড়ে অধ্যাপক এএসএম জাকারিয়া স্বপন স্মৃতি সংসদ কর্তৃক দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল মোহাম্মদ বেলাল হোসাইন, কোতয়ালি থানা পুলিশের ওসি মো. তাজুল ইসলাম, ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার প্রমুখ। এসময় প্রায় ২শ’ দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।