নওয়াপাড়ায় মাদ্রাসায় ২ লাখ টাকার চেক দিল রোটারী ক্লাব

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ রোটারী ক্লাব অব নওয়াপাড়ার উদ্যোগে আমেনা কওমী মহিলা মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে ২ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। রবিবার রাতে রোটারী ক্লাব অব নওয়াপাড়ার নিজস্ব রোটারী খোরশেদ আলী মোগল হেল্থ কমপ্লেক্সের অফিসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট আব্দুস সালাম বিশ্বাস। অনুষ্ঠানে নওয়াপাড়া সার ,খাদ্য, শস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি সরদারের হাতে এই চেক প্রদান করেন ক্লাবের সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া সার ,খাদ্য, শস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটা. শাহ্ জালাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোটা. মিনারা পারভীন, রোটা. আব্দুল আজিজ সরদার, রোটা. ডা. জুলফিকার আহম্মেদ, মোসারেফ হোসেন, আতাউর রহমান, রোটা. নূর আলম বাবু, রোটা. রবিউল ইসলাম, রোটা. শাহ্ আব্দুল মুকিত জিলানী, রোটা. আলমগীর সরকার, ক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শাহিনুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, বিশ্ব জিৎ গুহ, হাদিউজ্জামান, মারুফ হোসেন, পলাশ বিশ্বাস, মেহেদী মাসুদ, রহমান লিপ্টন, নুরনাহার বেগম, আনিছুর রহমান, খান জিল্লুর রহমান, সেলিম হোসেন প্রমুখ।