ক্রীড়া সংগঠক শামস্-উল-হুদার ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

0

স্পোর্টস রিপোর্টার ॥ দেশবরেণ্য ক্রীড়া সংগঠক যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শামস্-উল-হুদার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ১৪ ফেব্রুয়ারি তার ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা ও পরিবারের আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। বাদআছর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংগঠনের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, সহ-সভাপতি মোকসেদ শফি, মির্জা আখিরুজ্জামান সান্টু, যুগ্ম সম্পাদক শহীদ আহমেদ, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, নির্বাহী সদস্য ইউসুফ হাসান, খায়েরুজ্জামান বাবু, অ্যাড. নজরুল ইসলাম প্রমুখ। মরহুমের পরিবারের উদ্যোগে ঘোপ বাইতুল হুদা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।