শেখ কামাল অনূর্ধ্ব-১৬ ক্রিকেট: সাউথ জোনের খেলায় ফাইনালে যশোর জেলা

0

স্পোর্টস রিপোর্টার ॥ শেখ কামাল ইয়াং টাইগার জাতীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতার সাউথ জোনের খেলায় প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে যশোরের ছেলেরা।
গতকাল সোমবার পটুয়াখালী জেলায় কাজী আবুল কাশেম স্টেডিয়ামে অনুষ্ঠিত জোনের প্রথম সেমিফাইনালে তারা বাগেরহাট জেলাকে ১২০ রানে পরাজিত করে। খেলায় টসে জিতে প্রথমে যশোর ব্যাট করতে নামে। দলের উদ্বোধনী ব্যাটসম্যান আজিজুল হাকিমের ব্যক্তিগত অর্ধশত রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে আজিজুল হাকিম সর্বোচ্চ ৭১ রান সংগ্রহ করেন। তিনি ৯৬ বল খেলে ৮টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সাহায্যে এই রান সংগ্রহ করেন। এছাড়া ব্যাট হাতে মুন হোসেন ৩২, আদ্রিব জামাল বর্ণ ২৯, রাহুল হোসেন ২১ এবং সোহানুর রহমান ১৫ রান সংগ্রহ করেন। বল হাতে বাগেরহাটের তরিকুল ইসলাম মোল্লা ২টি এবং মেহেদী হাসান শিহাব শরিফ ও শাওন ১টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্য তারা ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বিধ্বংসী বোলিংয়ে ৩৩ ওভার ৫ বলে ৮৪ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে মেহেদী হাসান ১৮, হাওলাদার রনি ১৭ এবং রাকিব খান ১৩ রান সংগ্রহ করেন। বল হাতে যশোরের আজিজুল হাকিম ৪টি, রাহুল হোসেন ৩টি এবং সানোয়ার ইসলাম ২টি ও এএইচ শ্রাবণ ১টি উইকেট লাভ করেন।