ফের শিরোনামে মৌনী

0

লোকসমাজ ডেস্ক॥ বাইরে বরফে ঢাকা ভ্যালি, ঠাণ্ডাকে চ্যালেঞ্জ করে মনোকিনিতে নজর কাড়লেন মৌনী রায়। নীল রঙের মনোকিনিতে আবেদনময়ী মৌনীর ছবি ক্লিক করেছেন তার নতুন জীবনসঙ্গী সুরজ নাম্বিয়ার। তাপমাত্রা মাইনাসে কিন্তু সেখানে উত্তাপ ছড়াচ্ছেন মোহময়ী মৌনী। বিয়ের পরই হানিমুনে কাশ্মীরে গিয়েছেন নায়িকা। তার ইনস্টাগ্রাম প্রোফাইল ছেয়ে গেছে হানিমুনের ছবিতে। মৌনীর অনুরাগীরা তার ছবিতে মুগ্ধ। ইতিমধ্যেই ভাইরাল মৌনীর বিয়ের ও হানিমুনের ছবি। তবে শুধু ফটোশুটের জন্যই নয়, মাইনাস তাপমাত্রায় সাঁতার কাটার জন্যও প্রস্তুত মৌনী।
সুইমিং পুলের সামনে দেখা গেল নায়িকাকে। সব মিলিয়ে হানিমুনে গিয়েও ফের খবরের শিরোনামে এলেন তিনি এ আবেদনময়ী ছবিগুলোর মাধ্যমে। গত ২৭শে জানুয়ারি প্রেমিক দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী মৌনী রায়। মৌনী ও তার প্রেমিক ঐতিহ্যবাহী বাঙালি মতেই বিয়ে সেরেছেন। করোনা মহামারির কারণে অনেক সাবধানতায় তিনি বিয়ে সেরেছেন। তবে এই বিয়েতে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা ও পরিবারের সদস্যরা। বিয়ের পরই হানিমুনে উড়ে গেছেন কাশ্মীরে তিনি। এদিকে বলি অভিনেত্রী মৌনীকে সামনে দেখা যাবে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। লাভবার্ড রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে তাকে। এ ছাড়াও এই ছবিতে থাকবেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা ও ডিম্পল কাপাডিয়াও। এই ছবির প্রথম অংশটি চলতি বছরের ৯ই সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। মৌনী পশ্চিমবঙ্গের কোচবিহারের বাসিন্দা। তিনি দিল্লিতে পড়াশোনা শেষ করে মুম্বই চলে আসেন। অভিষেক বচ্চনের ‘রানে’ ছবিতে একটি ছোট ভূমিকার মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। তারপর একতা কাপুরের ‘কিউকি সাস ভি কাভি বহু থি’তে তাকে দেখা গিয়েছিল। বলিউডের কয়েকটি ছবির বিশেষ গানেও দেখা গেছে তাকে। সর্বশেষ ‘ভেলে’ ছবিতে দেখা গিয়েছিল তাকে, যদিও ছবিটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলেনি। এদিকে বিয়ের পর শোবিজ ছাড়ার খবরও রটেছিল তার। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। মৌনী বলেন, শোবিজের কাজের ফলেই আমাকে মানুষ এত ভালোবাসে। এই জগৎ ছাড়ার প্রশ্নই ওঠে না। আমার পরিবার, সংসার জগৎ একদিকে আর শোবিজ ক্যারিয়ার আরেক দিকে। দুটোকে মেলাতে কখনো পছন্দ করি না।