জন্মনিবন্ধনের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ কলারোয়ায়

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার কলারোয়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও সচিবের বিরুদ্ধে জন্মনিবন্ধনের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২২ জানুয়ারি সকালে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সচিব নুরুজ্জামান ও উদ্যোক্তা আসাদুজ্জামানের কাছে জন্মনিবন্ধনের রশিদে আব্দুর রাজ্জাক তার ছাট বোনের নাম সংশোধনের জন্য আবেদন করেন। ওই সময় আবেদন ফি বাবদ একশ’ টাকা দেওয়া হয়। পরে গত ৯ ফেব্রুয়ারি দুপুরে ওই সংশোধিত জন্মনিবদ্ধন নিতে গেলে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আসাদুজ্জামান আরো ৫০ টাকা দাবি করেন। এসময় তার কাছে সরকারি নির্ধারিত জন্মনিবন্ধনের নাম সংশোধনের ফি সম্পর্কে জানতে চাইলে তিনি ইউনিয়ন পরিষদের সচিবের কাছে পাঠিয়ে দেন। আব্দুর রাজ্জাক এ সময় ইউপি সচিবের কাছে গেলে তিনি ইউনিয়নের উদ্যোক্তার ফি ৫০ টাকা আর বাকি একশ’ টাকা ইউনিয়ন পরিষদের নির্ধারিত ফি বলে জানান। ভুক্তভোগী আব্দুর রাজ্জাক এ ব্যাপারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব বলেন, ‘ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ৫০ টাকা জন্মনিবন্ধন ফি এবং কাগজ, কলম, কালি ও প্রিন্টার বাবদ ৫০ টাকা নয়া হচ্ছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’