কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর আওতায় অসহায়, দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এই বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে চন্দনপুর ইউনিয়নের হিজলদী হাইস্কুলের ১২ জন ছাত্র-ছাত্রীর হাতে সাইকেলগুলো তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, ইউপি সদস্য হেলাল আনছারী, ফারুক আনছারী, আব্দুল্লাহ আল মামুন, নিজামুদ্দীন মন্টু, শাহানুর রহমান, ইউপি সচিব আমিনুর রহমান প্রমুখ।