যশোরে আইইবি’র মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র আয়োজন মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসনকে এডিপিভুক্ত প্রকল্প শতভাগ পরীক্ষণ ও মূল্যায়ণের দায়িত্ব দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন হয়। গতকাল বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধন সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে। যাতে বলা হয়েছে জেলা প্রশাসন এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব পালন করবে। চলতি মাসের ৩ তারিখ অনুষ্ঠিত সাির্ভসেস অ্যান্ড ওয়েলফেয়ার কমিটির ২৫৪তম সভায় সিদ্ধান্ত মোতাবেক আইইবি সেটি বাতিলের দাবি জানায়। কিন্তু সেই আদেশ বাতিল না করায় আন্দোলনের অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। আইইবি’র ১৮টি কেন্দ্র ও ৩৩টি উপ-কেন্দ্রে একযোগে কর্মসূচি পালিত হচ্ছে। বক্তারা অবিলম্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশ বাতিলের জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দেন তারা। মানববন্ধন আইইবি’র যশোর কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী, শরীফ সজিব, আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান, মো. আশরাফুল ইসলাম, ফারজানা রহমানসহ অন্যরা বক্তব্য দেন।