খুলনায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন সাজা

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ মাদক মামলায় নাসিমা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক অবস্থায় এ রায় ঘোষণা করা হয়। নাসিমা বেগম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দরগা আড়পাড়া এলাকার মোহাম্মদ মাসুদ শেখের স্ত্রী। আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩১ জুলাই হরিণটানা থানার এসআই মোঃ আরিফ হোসেন গল্লামারী বাজার এলাকায় অভিযান করছিলেন। এসময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন বিসমিল্লাহ স্টোরের সামনে ব্যাগ হাতে এক নারীর অবস্থান করছে। তিনি সেখানে উপস্থিত হল নাসিমা বেগম পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ওই দিন এসআই আরিফ হোসেন বাদী হয়ে হরিনটানা থানায় মাদক আইনে মামলা করেন। একই বছরের ৩১ আগস্ট তদন্ত কর্মকর্তা এসআই সাব্বির হোসেন এ মামলায় নাসিমা বেগমকে আসামি করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালীন ১০ জন সাক্ষীর মধ্যে ৯ জন সাক্ষ্য দিয়েছেন।