সন্ত্রাসী হামলার শিকার যুবক মানসিক ভারসাম্য হারাতে বসেছেন

0

স্টাফ রিপোর্টাার ॥ যশোরে সন্ত্রাসী হামলার শিকার মাহমুদুল হাসান (২৫) নামে এক যুবক মানসিক ভারসাম্য হারাতে বসেছেন। ১২ দিন আগে শহরের ষষ্ঠীতলা বুনোপাড়ার পাখিপট্টি এলাকায় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। এদিকে ছেলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গত রোববার রাতে কোতয়ালি থানায় মামলা করেছেন মাহমুদুল হাসানের পিতা রেলবাজার এলাকার চাল ব্যবসায়ী বিল্লাল হোসেন। মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন-ষষ্ঠীতলা বুনোপাড়া পাখিপট্টি এলাকার আব্দুর রশিদের ছেলে রুবেল (৪২) ও মামুন (৩৮), মোহাম্মদ হাসানের ছেলে রুপম (৩৫), দুলালের ছেলে সাদ্দাম (৩৭), একই এলাকার টেগা (৩৮) ও সুলতান কসাইয়ের ছেলে রানা (৪২)।
চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা বিল্লাল হোসেন এজাহারে উল্লেখ করেছেন, তিনি রেলবাজারে চালের ব্যবসা করেন। আসামিরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপের সদস্য। গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় দিকে তিনি অসুস্থ থাকায় তার ছেলে মাহমুদুল হাসানকে চাল বিক্রির টাকা কালেকশনের জন্য পাঠান। রাত আটটার দিকে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা কলেকশন করে দোকানে ফিরছিলেন তার ছেলে মাহমুদুল হাসান। ষষ্ঠীতলা বুনোপাড়া পাখিপট্টি এলাকায় পৌঁছালে উল্লিখিত সন্ত্রাসীরা তার ছেলেকে প্রতিপক্ষ গ্রুপের সদস্য সন্দেহে ধরে মারধর করেন। লোহার রড দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। মাথায়ও একাধিক আঘাত করা হয়। এ সময় তার কাছে থাকা কালেকশনের ৫৫ হাজার ৬৫৫ টাকা এবং একটি মোবাইল ফোনসেট কেড়ে নেন তারা। তার ছেলের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে ছেলেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। এজাহারে বিল্লাল হোসেন আরও উল্লেখ করেছেন, মাহমুদুল হাসানের মাথায় প্রচ- আঘাত করা হয়েছে। জখমের কারণে চারটি সেলাই দিতে হয়েছে মাথায়। আঘাতের কারণে দিনদিন তার ছেলে মানসিক ভারসাম্য হারাতে বসেছেন।