ঝিকরগাছায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবক নিখোঁজ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার পল্লী থেকে সোহেল রানা (২১) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছে। সে উপজেলার নওয়ালী গ্রামের বাসিন্দা নানা আব্দুল বারিকের বাড়িতে বসবাস করত। গত ১৫ দিন ধরে তাকে খোঁজাখুজি পাওয়া না যাওয়ায় নিখোঁজ যুবকের মা আকলিমা খাতুন ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। যার নং ৩৫, তারিখ- ০১/০২/২০২২ ইং। জিডি সুত্রে জানাগেছে, নিখোঁজ যুবক গত ২২ জানুয়ারী নিজ বাড়ি থেকে নওয়ালী বাজারের উদ্দেশ্যে রওনা হয়। তারপর থেকে আর বাড়ি ফিরে আসেনি। সোহেল রানার গায়ের রং শ্যমলা, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, মাথার চুল লম্বা, মুখে দাড়ি ও গোঁফ আছে, পরনে লুঙ্গি ও টি শার্ট ছিল। এ ব্যাপারে নিখোঁজ সোহেল রানার মা আকলিমা খাতুন জানান, সোহেল রানার বয়স যখন ১৪ বছর ছিল, তখন সে পানি (পথে চোরাই) মালেশিয়ায় যায়। সেখানে থাকা অবস্থায় ৯ লক্ষ টাকার একটি লটারী পেয়েছিল। সেই লটারীর টাকা নেয়ার জন্য সোহেল রানার বন্ধুরা কোন কিছু খাওয়ায়ে পাগল করে দিয়েছে। বর্তমানে সে বাকপ্রতিবন্ধী বলেও জানান তার মা।